স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf book বইটিতে আছে
- স্বপ্ন সম্পর্কে কিছু কথা
- সপ্ন দেখলে করণীয়
- মিথ্যা স্বপ্নের কথা বলা অন্যায়
- ভালো সপ্ন আল্লাহ তা’আলার পক্ষ থেকে
- কয়েকটি ভালো স্বপ্নের উদাহরণ
- সপ্ন দেখলে যা করতে হবে
- খারাপ স্বপ্ন দেখলে কী করবে?
- কে স্বপ্নের ব্যাখ্যা দেবে
- স্বপ্নে ব্যাখ্যা যেভাবে করা হয় তাই সংঘটিত হয়
- তাবীরের বিভিন্ন প্রকার
আরও বই পড়ুন – মানব বংশ গতিধারা জ্বিন তত্ব pdf book ডাউনলোড
- কুরআনের আয়াত দিয়ে সপ্ন ব্যাখ্যা করার কয়েকটি দৃষ্টান্ত
- হাদীস দিয়ে স্বপ্নের ব্যাখ্যার কয়েকটি দৃষ্টান্ত
- বিপরীত অর্থ গ্রহণনীতিতে সপ্ন ব্যাখ্যার দৃষ্টান্ত
- কয়েকটি প্রসিদ্ধ সপ্ন ও তার ব্যাখ্যার বিবরণ
- মৃত ব্যক্তিকে সপ্নে দেতখা
- সপ্নের ব্যখ্যা সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যেম রহ. এর কিছু বক্তব্য
- ভালো স্বপ্নের বাস্তবায়ন দেরিতে হয়
এই সকল বিষয় নিয়ে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf book বইটি লেখা হয়েছে। নিম্নে বইটির কিছু অংশ তুলে ধরা হল।
স্বপ্ন সম্পর্কে কিছূ কথা – স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf book
হাদীসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, নবুওয়াতে আর কিছু অবশিষ্ট নেই, বাকী আছে কেবল মুবাশশিরাত (সুসংবাদ)। সাহাবীগণ প্রশ্ন করলেন, মুবাশশিরাত কী? তিনি বললেন, ভালো সপ্ন ।
এ হাদীস থেকে আমরা জানতে পারলাম,
(এক.) এটি নবুওয়াতের একটি অংশ। নবী ও রাসুলদের কাছে জিবরাইল আ. যেমন সরাসরি অহী নিয়ে আসতেন, তেমনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তা’আলার নবী ও রাসূলদের কাছে প্রত্যাদেশ পাঠাতেন। (দুই.) মুসলিম জীবনে স্বপ্ন নয় এটা হতে পারে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার পক্ষ থেকে বার্তা। (তিন.) আল মুবাশশিরাত অর্থ সুসংবাদ। সঠিক সপ্ন যা আল্লাহ তা’আলার পক্ষ থেকে হয়ে থাকে, তা সপ্ন দ্রষ্টার জন্য একটি সুসংবাদ
হাদীসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেন, দিন যত যেতে থাকবে, কিয়ামত নিকটে হবে, মুমিনদের স্বপ্নগুলো তত মিথ্যা হতে দুরে থাকবে। ঈমানদারের সপ্ন হল নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ।
অন্য এক বর্ণনায় এসেছে, তোমাদের মধ্যে যে লোক যত বেশি সত্যবাদি হবে তার সপ্ন তত বেশি সত্যে পরিণত হবে।
যদি কেউ চায় স্বপ্ন দেখব, সে যেন সৎ, সততা ও সত্যবাদিতার সাথে জীবন যাপন করে। হাদীসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, “যে নিদ্রার মধ্যে আমাকে দেখে সে যেন বাস্তবেই আমাকে দেখেছে। কারণ, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।”
ভিডিউ টিউটোরিয়াল পেতে আমাদের চ্যনেলটি সাবস্ক্রাইব করুন।