সালাতের আহকাম ও আরকান pdf বই
- সালাতের আহকাম কয়টি
- সালাতের শর্ত কয়টি
- সালাতের আহকাম কাকে বলে
- সালাতের আহকাম কয়টি ও কি কি
- সালাতের আহকাম বলতে কী বোঝায়
- নামাজের আহকাম ও আরকান গুলো লিখ
- সালাতের আহকাম কয়টি ও কী কী
- সালাতের আরকান কয়টি
আরও বই পড়ুন – জামাতে নামাজ আদায়ের বিধান
- সালাতের আরকান কয়টি ও কী কী
- সালাতের আরকান কাকে বলে
- সালাতের আরকান কয়টি ও কি কি
- সালাতের আরকান
- সালাতের আরকান কি
- সালাতের আরকান আহকাম
- সালাতের আরকান বলতে কি বুঝ আরকান গুলো কি কি
সালাতের আহকাম ও আরকান
এই সকল বিষয় নিয়ে বইটি লেখা হয়েছে। নিম্নে বইটির কিছু অংশ তুলে ধরা হল।
সালাতের আহকাম বলতে কী বোঝায়
নামাজের বাহিরে ও ভিতরে মোট ১৩ (তের) টি ফরজ। নামাজের বাহিরে মোট ৭টি ফরজ। নামাজের বাহিরের এই ৭টি (সাত) টি ফরজকেই সালাতের আহকাম বলা হয়।
সালাতের আহকাম কয়টি ও কি কি
সালাতের আহকাম ৭ (সাত) টি। যথাঃ
- শরীর পবিত্র হওয়া
- পরিধানের কাপর পবিত্র হওয়াঅ
- নামাজের স্থান পবিত্র হওয়া। কমপক্ষে দাঁড়ানোর জায়গা থেকে সিজদাহর জায়গা পর্যন্ত পবিত্র হতে হবে।
- সতর ঢাকা। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমন্ডল, দুই হাতের কব্জি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা।
- কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। কিবলা অজানা অভস্থায় নিজের প্রবল ধারণা অনুযায়ী কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করবে।
- নামাজের সময় হওয়া।
- নিয়ত করা।
সালাতের আহকাম ও আরকান pdf
সালাতের আরকান কি
নামাজের ভিতরের ফরজ কাজগুলোকেই সালাতের আরকান বলা হয়। নামাজের ভিতরে ৭ (সাত) টি ফরজ আছে। নামাজের ভিতরের এই সাতটি ফরজকেই সালাতের আরকান বলা হয়।
সালাতের আরকান কয়টি ও কি কি
সালাতের আরকান ৭ (সাত) টি। যথাঃ
- তাকরীরে তাহরীমা বলা। অর্থাৎ, নামাযের নিয়ত করার সময় ‘আল্লাহ আকবার’ বলা।
- কিয়াম করা ও অর্থাৎ, কোন অসুবিধা না থাকলে সােজা হয়ে দাঁড়ানাে।
- কিরআত পাঠ করা ও পবিত্র কুরআন থেকে কমপক্ষে তিনটি ছােট আয়াত অথবা একটি বড় আয়াত পাঠ করতে হবে।
- রুকূ করা।
- দু’সাজদা করা।
- শেষ বৈঠকে তাশাহহুদ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বিলম্ব করা।
সালাতের আহকাম ও আরকান কয়টি
নামাজের আহকাম ও আরকান মোট ১৩ টি।
ভিডিউ টিউটোরিয়াল পেতে আমাদের চ্যনেলটি সাবস্ক্রাইব করুন।