রমজানের ঐতিহাসিক ঘটনা ও কিছু শিক্ষা pdf
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত লাভঃ
রমজান মাসকে আল্লাহ তা’আলা আসমানী কিতাবসমূহের নাযিলের মাস হিসেবে নির্বাচন করেছেন। এ মাসেই নাযিল হয় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল-কুরআন। ইবন ইসহাকের মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে হেরা গুহায় জিবরীল আলাইহিস সালামের আগমনে অহীপ্রাপ্ত হন। তাঁকে বলা হলো।
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়, আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না। [সূরা আল-আলাক, আয়াতঃ ১-৫]
রমজানের ঐতিহাসিক ঘটনা ও কিছু শিক্ষা pdf
ইবন ইসহাক দলীল হিসেবে এ আয়াত পেশ করেন, “রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে।
আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর করো”। [সূরা আল-বাকারাহ, আয়াতঃ ১৮৫]
রমজানের ঐতিহাসিক ঘটনা ও কিছু শিক্ষা pdf
ইবরাহীম আলাইহিস সালাম সহীফাপ্রাপ্ত হনঃ ওয়াসেলাই ইবন আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, রমযানের প্রথম রাতে ইবরাহীম আলাইহিস সালামের ওপর সহিফাসমূহ নাযিল হয়, রমজানের ছয়দিন অতিবাহিত হলে (৭ রমযান) মূসা আলােইহিস সালামের ওপর তাওরাত নাযিল হয়, তেরই রমযান অতিবাহিত হলে (১৪ রমযান) ঈসা আলাইহিস সালামের ওপর ইঞ্জীল নাযিল হয়, আর ২৫ রমযান মুহাম্মাদ (সাঃ) এর ওপর আল-কুরআন নাযিল হয়
আরও বই পড়ুন – রমজানের সাধনা pdf book
রমযানে আসমানী কিতাবসমূহ নাযিলের হিকমতঃ বরকতময় মাস রমযানে আল্লাহ তা’আলা অধিকাংশ আসমানী কিতাব নাযিল করেন। এ মাসকে আল্লাহ অন্যান্য মাসের ওপর মর্যাদা দান করেছেন। আর সে মর্যাদার কারণেই মর্যাদাময় কিতাবসমূহ এ মাসেই নাজিল করেছে। আমলের মাসে এসব কিতাব নাযিল করে এর অনুসারীদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করাই মূললক্ষ্য।
সালাতুল ইসতিসকা প্রচলনঃ ইবন হিব্বান রহ, তাঁর সিকাত গ্রন্থে বলেন, মানুষের বৃষ্টির অতিপ্রয়োজন দেখা দিলে ১ রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইসতিসগা আদায় করতে বের হন। তিনি দু রাকআত সালাত আদায় করেন এবং উচ্চস্বরে কিরাত পড়েন। অতপর কিবলামুখী হয়ে চাদর উল্টিয়ে দু’আ করেন। ইমাম আহমদ রহ. এর মতে এটা ৬ষ্ট হিজরীর মাসে সংঘটিত হয়েছিল।
রমজানের ঐতিহাসিক ঘটনা ও কিছু শিক্ষা pdf
ভিডিউ টিউটোরিয়াল পেতে আমাদের চ্যনেলটি সাবস্ক্রাইব করুন।