নামাজে আমরা কি পড়ি pdf বই
সূচীপত্রঃ
- ওযূ শুরুর দোয়া
- ওযূর শেষে দোয়া
- মসজিদে প্রবেশ ও বের হওয়ার দো’আ
- নামাজ
- সানা
- আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া
- সূরা ফাতিহাসহ কতিপয় সূরাসমূহ
- রুকুর দো’আ
- রুকু হতে উঠার দোআ
- রুকুর পরের দোআ
- সিজদার দোয়া
- দুই সিজদার মাঝে দোআ
- তাশহুদের দোআ
- দরূদ
- দো’য়ায়ে মাসুরা
- সালাম ফিরানের দোয়া
- ফরজ নামাযের পর পঠনীয় দু’আসমূহ
- আয়তুল কুরসী
- ক্ষমা প্রার্থনার দোয়া
- কুনূত
- দৈনন্দিন জীবনে পঠিতব্য দোয়াসমূহ
- পিতা মাতার জন্য দোয়া
- সন্তান ও পরিবারের জন্য দোআ
- বিপদ আপদ হতে বেঁচে থাকার দোয়া
- মুসলিম হয়ে মৃত্যু বরণের দুআ
- প্রার্থনা কবুল ও মুনাজাত সমাপ্তির দোয়া
- রোগ মুক্তির দোয়া
- জাহান্নামের আযাব থেকে মুক্তির দু’আ
- জান্নাত লাভের দুয়া
আরও বই পড়ুন – নামাজ ত্যাগকারীর বিধান
- হালাল রিজিকের জন্য দোয়া
- মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া
- শির্ক হতে বাঁচার দোয়া
- স্বামী-স্ত্রী মিলনের দুআ
- কবর যিয়ারতের দুআ
- বাড়ী হতে বের হওয়ার দোয়া
- বাড়ীতে প্রবেশ করার দুআ
- খাবার শুরুতে দুআ ও ভুলে গেলে যা বলতে হয়
- খাবার শেষে দুআ
- লাইলাতুল কদরের দোআ
- শোয়ার দোয়া
- ঘুম থেকে জেগে উঠার দোয়া
- প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় দোয়া
- প্রস্রাব পায়খানা হতে ফিরার সময় দোয়া
এই সকল বিষয় নিয়ে বইটি লেখা হয়েছে। নিম্নে বইটির কিছু অংশ তুলে ধরা হল।
আরও বই পড়ুন – সহীহ হাদীস অনুযায়ী নামাজের সময়সূচি
-
ওযূ শুরুর দোয়া
ওযূ শুরুতে বলতে হয় “বিসমিল্লাহ”। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করলাম। সাঈদ ইবনে ইয়াযিদ (রাঃ) বলেণ, রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি “বিসমিল্লাহ” বলবে না তার ওযূ হবে না। [আবু দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ]
-
ওযূর শেষে দোয়া
উচ্চারণঃ আশহাদু আল্লাহ-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা-শারীকালাহূ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহূ ওয়া রাসূলুহ।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন মা’বুদ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ তাঁর বান্দা ও রাসূল। [মুসলিম ১/২০৯, মিশকাত অযূ অধ্যায়]
নামাজে আমরা কি পড়ি pdf
এ দু’আর সাথে তিরমিযী শরীফের বর্ণনায় আরো একটি দু’আ পাওয়া যায় তা হলঃ
উচ্চারণঃ আল্ল-হুম্মাজ আলনী মিনাত তাওয়াবীনা ওয়াজ আলনী মিনাল মুতাত্বাহহিরীন।
আরও বই পড়ুন – নামাজের ফজিলতে সুসংবাদ
অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে অধিক তাওবাকারী এবং পাক পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করে দাও। [সহীঞ তিরমিযী- ১/৪৯, পৃঃ হাঃ ৫৫]
-
মসজিদে প্রবেশের দোয়া
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে, “আল্লাহুম্মাফ তাহলী আবওয়াবা রহমাতিক।”
অর্থঃ হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও।
নামাজে আমরা কি পড়ি pdf বই
- মসজিদ থেকে বের হবার দোয়া
আর যখন সে বের হবে, তখন যেন বলে- উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক। অর্থঃ হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করি। [মুসলিম, মিশকাত]
- নামাজ
নামায শুরুর সময় আমরা দু’হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠিয়ে বলি, “আল্লহু আকবার” এর অর্থ হল- “আল্লাহ সবচেয়ে বড়”।
- সানা
উচ্চারণঃ আল্লা-হুম্মা বা ঈদ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা-বা-আদ’তা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা নাক্কিনী মিনাল খাত-ইয়া কামা য়ূনাক্কাছ ছাওবুল আবইয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মাগসিল খাত্বা-ইয়া-ইয়া বিল মা-য়ি ওয়িাছছালছি ওয়াল বারাদ।
নামাজে আমরা কি পড়ি pdf
অর্থঃ হে আল্লাহ! আমার ও আমার গুনাহ খাতার মাঝে এমন দূরত্ব সৃষ্টি কর যেমন তুমি পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছ। হে আল্লাহ! আমার পাপ ও ভুলত্রুটি হতে আমাকে এমনভাবে পাক পবিত্র কর যেমন ভাবে সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয়।
আরও বই পড়ুন – নামাজ পড়ার পদ্ধতি
হে আল্লাহ! আমার যাবতীয় পাপসমূহ ও ত্রুটি বিচ্যুতিগুলি পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও। [বুখারী হাঃ ৭৪৪, মুসলিশ, আবু দাউদ, নাসারী, নাইলুল আওতার- ২য় খন্ড, ১৯১ পৃঃ ও মিশকাত ৭৭ পৃষ্ঠা]
নামাজে আমরা কি পড়ি pdf
বইয়ের ধরণঃ সালাত বিষয়ক প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃ প্রকাশকঃ বইয়ের সাইজঃ 677 KB
নামাজে আমরা কি পড়ি pdf
ভিডিউ টিউটোরিয়াল পেতে আমাদের চ্যনেলটি সাবস্ক্রাইব করুন।