চরিত্র গঠনে নামাজের অবদান pdf book
সূচীপত্রঃ
- মুমিনের বৈশিষ্ট্য
- প্রধান বৈশিষ্ট্য
- নামায কি ও কেন
- আল্লাহর গোলামী ও নামায
- নামায অপরাধ থেকে বিরত রাখে
- দ্বীনের কাঠামোর নামাযের গুরুত্ব
- প্রভাবহীন নামায
- নামাজের মূল উদ্দেশ্য
- নামাজ আদায়ের পূর্ব শর্ত
- নামাযের সূচনাতে কি ওয়াদা করা হচ্ছে
- নামাজে কি বলা হচ্ছে
- নামাজে কী প্রশিক্ষণ দেয়া হয়
আরও বই পড়ুন – চাঁদ দেখে রোজা ও ঈদ
- নামায সাংগঠনিক জীবনের বাস্তব প্রশিক্ষণ
- নেতা নির্বাচনে নামাজের ভূমিকা
- নামায সময়ানুবর্তিতার প্রশিক্ষণ দেয়
- দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নামাজের গুরুত্ব
- নেতৃত্বের গুণাবলী ও নামায
- নবী করীম সা. এর শেখানো পদ্ধতি
- নবী করীম সাঃ এর নামাজ আদায়ের পদ্ধতি
এই সকল বিষয় নিয়ে বইটি লেখা হয়েছে। নিম্নে বইটির কিছু অংশ তুলে ধরা হল।
চরিত্র গঠনে নামাজের অবদান pdf book
মুমিনের বৈশিষ্ট্যঃ নামাজের আলোচনা আমরা পবিত্র কোরআনের সূরা লুকমানে সেই আয়াত দিয়ে শুরু করছি, যে আয়াতে বলা হয়েছেঃ এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। পথনির্দেশনা ও অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য। যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং শেষ বিচার দিনের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। এরাই তাদের রব- এর পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই হবে সফলকাম। [সূরা লূকমানঃ ২-৫]
চরিত্র গঠনে নামাজের অবদান – জ্ঞানগর্ভ কিতাব অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআন হলো মুহসিনীন বা সৎলোকদের জন্য পথনির্দেশনা ও রহমত। মুহসিনীনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামীন উল্লেখিত আয়াতে বলেন, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এভং শেষ বিচার দিনের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।
অর্থাৎ মুহসিনীন বা সৎকর্মশীল লোকদের প্রধান তিনটি গুণই হলো, তারা নামাজ আদায় করে, সম্পদশালী হলে যাকাত আদায় করে এবং মৃত্যুর পরের জীবন তথা বিচার দিবসের প্রতি দৃঢ় ও নিশ্চিত বিশ্বাস রাখে। এই তিনটি গুণই যে মুহসিনীন বা সৎকর্মশীলদের লোকদের একমাত্র গুণ এ কথা কিন্তু আলোচ্য আয়তে বলা হয়নি।
চরিত্র গঠনে নামাজের অবদান – আলোচ্য সূরার তৃতীয় আয়াতে বলা হয়েছে, এই কিতাব মুহিসনীন বা সৎকর্মশীলদের লোকদের একমাত্র গুণ এ কথা কিন্তু আলোচ্য আয়াতে বলা হয়নি।
আলোচ্য সূরার তৃতীয় আয়াতে বলা হয়েছে, এই কিতাব মুহসিনীন বা সৎকর্মশীল লোকদের জন্য হিদায়াত ও রহমত। এ কথা বলে মুহসিনীন বা সৎকর্মশীল লোকদের পরিচয় স্পষ্ট করে দেয়া হয়েছে যে, তারা জীবন পরিচালনার ক্ষেত্রে যাবতীয় কাজে একমাত্র এই কিতাব থেকেই পথনির্দেশনা গ্রহণ করে।
চরিত্র গঠনে নামাজের অবদান
অর্থাৎ এই কিতাবের প্রতিটি আদেশ নিষেধ তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে। এই কিতাবের আদেশ নিষেধ অনুসরণ করার যোগ্যতা অর্জনের জন্য যে তিনটি গুণ একান্ত প্রয়োজন, সেই তিনটি গুণের কথাই আল্লাহ তা’য়ালা আলোচ্য সূরার চতুর্থ আয়াতে জানিয়ে দিয়েছেন যে, তারা নামায আদায় করে, যাকাত দান করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে।
রচনায়ঃ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী
ভিডিউ টিউটোরিয়াল পেতে আমাদের চ্যনেলটি সাবস্ক্রাইব করুন।